রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে এক লাখ মিটার জাল জব্দ, ১২ জেলে আটক 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে এক লাখ মিটার জাল জব্দ, ১২ জেলে আটক 

রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১২ জেলে আটক, এক লাখ মিটার জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে জেলা মৎস অধিদপ্তর।

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাছ ধরার অভিযোগে শনিবার (২৮ অক্টোবর) ওই জেলেদের আটক, জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।

এরপর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করে আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ ও জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করেন। এছাড়া ওই জব্দকৃত ১৫ কেজি ইলিশ মাছ স্থানীয় দুটি এতিম খানায় বিতরণ করেন।

এ অভিযানে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান ও রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবসহ রাজবাড়ী জেলা পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ১২ জন জেলে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ